ওয়েব সাইট কি? এবং কিভাবে ওয়েব সাইট ফ্রিতে তৈরি করবো?

 

ওয়েব সাইট কি?

ওয়েব সাইট বলতে বুঝি ইন্টারনেটে যে সকল কোড ব্রাউজ করা যায়। মানে আমরা যখন অনলাইনে ফেসবুক কিংবা ইউটিউব বা যেকোনো লেখা বা পত্রপত্রিকা যা কিছু দেখা যায় সেটাই ওয়েবসাইট। প্রতিটি ওয়েবসাইট ব্রাউজ করার জন্য একটি ইউ আর এল কোড থাকে যেমন:

উদাহরণ: www.bdnews24.com

               www.somynews.tv

 

ওয়েবসাইটগুলোর শেষে ছোট  বর্ণ  আছে যেমন:

      .com

      .tv   

এছাড়া ওয়েবসাইটে আরো অনেক ছোট বর্ণ ব্যাবহার হয়ে থাকে তা হলো

      .org 

      .bd

      .net

      .mob 

      .in        ইত্যাদি।

এগুলো কে ডোমেইন  বলা হয়। প্রতিটি ওয়েবসাইট এর একটি করে ডোমেইন থাকে। সাধারণত এই ডোমেইন গুলো বছরভিত্তিক নির্দিষ্ট পরিমাণ ডলার দিয়ে ক্রয় করতে হয়।

হোস্টিং:  

হোস্টিং বলতে একটা ওয়েবসাইটে বিভিন্ন ফাইল রাখার জন্য জায়গা থাকবে তা বোঝায় । হোস্টিং ও বিভিন্ন ওয়েবসাইট থেকে ক্রয় করতে হয়।


কিভাবে ওয়েবসাইট ফ্রিতে তৈরি করবেন?

একটি ওয়েবসাইট ফ্রিতে তৈরি করতে হলে ডোমেইন এবং হোস্টিং ফ্রি হতে হবে। সাধারণত ফ্রি ডোমেইন এবং হোস্টিং নিচের ওয়েবসাইটগুলো দিয়ে থাকে।

   www.blogger.com

   www.wordpress.com

   www.weebly.com

এই সাইট গুলো থেকে আপনি একটি ওয়েবসাইট ফ্রিতেই তৈরি করতে পারবেন। তবে আজকে আপনাদেরকে দেখাবো blogger.com থেকে কিভাবে একটি ওয়েবসাইট ফ্রিতে তৈরি করবেন?

ব্লগার হলো গুগল কম্পানির একটি ওয়েবসাইট। যা দ্বারা আপনি অনায়াসে একটি ব্লগ ওয়েবসাইট ফ্রিতেই তৈরি করতে পারবেন। চলুন তাহলে একটি ওয়েবসাইট তৈরি করা করি। প্রথমে নিচে New Website এ ক্লিক করুন।

                        

                    New Website

 এরপর দেখুন নিচের মত একটি পেজ এসেছে।




এরপর Create Your Blog এ ক্লিক করুন।


 

এরপর  ফাঁকা ঘরে আপনার জিমেইল ঠিকানা দিন







 এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
এরপর দেখুন নিচের মত একটি পেজ আসেছে।



আপনার ওয়েবসাইটের কি নাম দেবেন তা উপরের title এ লিখুন

এরপর Next এ ক্লিক করুন।


এখন Address এ ফাঁকা জায়গায় আপনার ওয়েবসাইটে ইউ আর এল কি হবে অর্থাৎ কোন ব্রাউজার এ গিয়ে কি লিখে সার্চ দিলে আপনার ওয়েবসাইটটি দেখা যাবে। তার জন্য একটি নাম নিশ্চয়ই করুন যেমন :
উদাহরণ

এই পেজটিতে দেওয়া আছে OnlineBD-earn অর্থাৎ ওয়েব সাইটটির URL নাম হবে        
www.onlineBD-earn.blogspot.com


আপনার ওয়েবসাইটে প্রদর্শন করলে উপরে কি লেখা থাকবে? তা Display name এ লিখুন। তবে আপনার ওয়েবসাইটের URL এর সঙ্গে মিল করে দেবেন। উপরের উদাহরণ এর উপর মিল করে যেমন দিতে হবে OnlineBD-earn। Title name এবং Display name একই দিবেন। এরপর Finish এ ক্লিক করুন। 
যদি নিচের মত পেজ আসে তাহলে আপনার ওয়েবসাইটটি তৈরি হয়ে গিয়েছে।

 

এখন আপনার ওয়েবসাইটে আপনি বিভিন্ন প্রকার পোস্ট করতে পারবেন এবং সবার মাঝে আপনার ওয়েবসাইটের URL ছড়িয়ে দিন। যেকোনো ইন্টারনেট ব্রাউজার থেকে আপনার ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। আপনার ওয়েবসাইটে যদি ভবিষ্যতে অধিক ভিজিটর হয় তাহলে earnings থেকে গুগল এডসেন্স যোগ করে ইনকাম করতে পারবেন

এখন Theme এ গিয়ে সুন্দর একটি থিম সেট করুন ।  তৈরি হয়ে গিয়েছে আপনার একটি ওয়েবসাইট।

তবে একটি আদর্শ ওয়েবসাইট তৈরি করতে হলে HTML এবং CSS এর ব্যবহার জানতে হবে এবং  তা দ্বারা লেআউট এ  গিয়ে সুন্দর ভাবে অন্য সকল ওয়েবসাইটের মত ডিজাইন করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ