অ্যান্ড্রয়েড ফোনের OTG কি। আপনার ফোন OTG সাপোর্টার হলে আপনার ফোনকে তৈরি করে ফেলুন কম্পিউটার ।

 আমরা অনেকেই হয়তো জানিনা যে OTG কি এবং এর ব্যবহার কি। তাহলে চলুন জেনে নেওয়া যাক OTG এবং এর ব্যবহার।

OTG এর পূর্ণ রূপ হলো on the go। এটি বর্তমানে অধিকাংশ স্মার্টফোন দেওয়া থাকে। যার মাধ্যমে কম্পিউটার এর বিভিন্ন ডিভাইস এবং অন্যান্য ডিভাইস আপনার ফোন এর সাথে সংযুক্ত করতে পারবেন। আপনার ফোনে OTG এর মাধ্যমে বিভিন্ন ডিভাইস সংযোগ দিতে হলে প্রথমে আপনার একটি OTG কর্ড প্রয়োজন। যা আপনারা ইলেকট্রনিক্স এর দোকানে পাবেন। যার মূল্য ৩০ থেকে ৫০ টাকা।


যেমন; মাউস, কিবোর্ড , পেনড্রাইভ , প্রিন্টার , অন্যান্য মোবাইল ফোন চার্জ করা ইত্যাদি আরও অনেক কিছু সংযুক্ত করতে পারবেন।


যদি আপনার ফোনে OTG সাপোর্টার হয়ে থাকে তাহলে আপনি এই সুযোগে সুবিধা গুলো আপনার ফোন দিয়ে পাবেন। যাদের ফোনে OTG নেই তারা চিন্তা করবেন না তাদের জন্য বিকল্প পদ্ধতি রয়েছে সেটা সর্বশেষে আলোচনা করবো।


মাউস:

OTG সাপোর্টার হলে আপনার ফোনে মাউস ব্যবহার করে  ঠিক কম্পিউটার এর মত আপনার ফোনটি কে কন্ট্রোল করতে পারবেন।

মাউস এর ডানে বামে ক্লিক করে আপনার ফোনটি কে অনেক সহজে কন্ট্রোল করতে পারবেন।


কিবোর্ড:

OTG এর  মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনের সাথে কম্পিউটার এর কিবোর্ড সংযুক্ত করে আপনি টাইপের কাজ খুব সহজেই চালাতে পারবেন ফোনের টার্চ ব্যবহার না করলেও চলবে।


ইউএসবি পাওয়ার:

OTG এর মাধ্যমে আপনি আপনার ফোন দিয়ে অন্য কোনো ফোন চার্জ করা, USB ফ্যান,USB লাইট ইত্যাদি ব্যবহার করতে পারবেন।


মেমোরি কার্ড রিডার এবং পেনড্রাইভ:

OTG এর সাহায্যে কম্পিউটার এর মত খুব দ্রুত মেমোরি লোড করতে পারবেন।খুব দ্রুত গান ,ছবি, সফটওয়্যার কপি করতে পারবেন। এবং পেনড্রাইভ ব্যবহার করতে পারবেন।


প্রিন্টার:

OTG এর মাধ্যমে আপনি আপনার ফোন এর সাথে প্রিন্টার সংযুক্ত করে আপনার ফোনের যে কোনো ছবি প্রিন্ট করতে পারবেন খুব সহজেই।


OTG এর মাধ্যমে আরও অনেক কিছু করা সম্ভব।

আপনার ফোনে OTG সাপোর্টার কিনা চেক করতে হলে আপনার ফোন এর setting এর about দেখতে পারবেন। অথবা আপনার ফোন এর মডেল নাম্বার দিয়ে গুগলের সার্চ করে ফোনটির ফিচার এ দেখতে পারবেন।

এখন যাদের ফোনে OTG সাপোর্ট নেই তাহারা অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে OTG ব্যবহার করতে পারবেন।  

নিচের দেওয়া লিংক থেকে প্লে স্টোরে গিয়ে অ্যাপ টি ডাউনলোড করে OTG ব্যবহার করতে পারবেন।


https://play.google.com/store/apps/details?id=otg.explorer.usb.file.transfer

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ